প্রতারণার ৪ লক্ষ ৬ হাজার ৬০০ টাকা ফিরিয়ে এনে দিল নাগের বাজার থানা

WhatsApp-Image-2024-06-27-at-10.29.25-PM.jpeg

দেশের তথ্য ডেস্কঃ

নাগের বাজার থানা আবার নজির সৃষ্টি করলো, সাইবার প্রতারণা টাকা ও মোবাইল ফিরিয়ে দিয়ে।

গতকাল ২৭ শে জুন বৃহস্পতিবার, নাগেরবাজার থানা অভূত পূর্ব সাফল্য লাভ করলো এবং নজির সৃষ্টি করলো।

সাইবার প্রতারণায় চার লক্ষ ৬ হাজার ৬০০ টাকা ফেরত দিল প্রতারিত মানুষদের হাতেতাদের হাতে একটি করে চেক তুলে দিলেন, চেকগুলি পেয়ে খুশি প্রতারিতরা।

এছাড়াও ১১ টি মোবাইল ফিরিয়ে দিল হারিয়ে যাওয়া গ্রাহকদের হাতে। মোবাইলগুলি ফিরে পেয়ে খুশি মোবাইল গ্রাহকরা।

তবে নাগেরবাজার থানার সাফল্য বেশ কয়েকবারের, এর আগেও মানুষের হাতে বিভিন্ন হারিয়ে যাওয়া এবং প্রতারিত হওয়া জিনিস তুলে দিয়েছিলেন এবার ও একইভাবে সাফল্য লাভ করলেন,

ধন্যবাদ জানালেন মোবাইল গ্রাহকেরা এবং প্রতারিতরা, যারা আশা ছেড়ে দিয়েছিলেন। তারা অনিশ্চিত ছিলেন তাদের প্রতারিত সম্পদগুলি পাবে কি না ? আজ তারা হাতে চেক ও মোবাইল পেয়ে খুব খুশি। ধন্যবাদ জানালেন নাগেরবাজার থানা সকল অফিসারদের। তাহারা জানালেন সত্যিই প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানাই ।

Share this post

PinIt
scroll to top