থানায় হামলার ঘটনায় মদদদাতা আটক

image_99454_1719499475.webp

দেশের তথ্য ডেস্কঃ

ঝিনাইদহের শৈলকুপা থানায় হামলার ঘটনায় পৌরসভার মেয়র কাজী আশরাফুল আযমের ছেলে কাজী রফিকুল আশরাফ রাজিব (৪০)-কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃত আসামি ১৬৪ ধারায় জবানবন্দিতে তাকে মদদদাতা হিসেবে স্বীকারোক্তি দিলে বৃহস্পতিবার (২৭ জুন) দুপুর আড়াইটার দিকে শৈলকুপার থানা রোড এলাকা থেকে তাকে আটক করে।

ঝিনাইদহ ডিবি পুলিশের ইনচার্জ মোহাম্মদ জুয়েল ইসলাম বলেন, গত ৯ জুন দুপুরে মোস্তাক শিকদার নামে এক এজাহারভুক্ত আসামিকে শৈলকুপা পুলিশ গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। গ্রেপ্তারের প্রতিবাদে মোস্তাকের অনুসারীরা শৈলকুপা থানায় হামলা চালায় এবং বৃষ্টির মতো ইট-পাটকেল নিক্ষেপ করে। বাধ্য হয়ে পুলিশ শট গানের গুলিসহ টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এতে ৫ পুলিশ সদস্যসহ অন্তত ৩৫ জন আহত হয়। এ ঘটনায় মদদ দেওয়ার অভিযোগে মেয়রের ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে শৈলকুপা থানার ওসি সফিকুল ইসলাম চৌধুরী জানান, ইতোপূর্বে আটক আসামিরা ১৬৪ ধারায় স্বীকারোক্তি দিয়েছে। তারা প্রথমে থানার সামনে আসার পর ফিরে যায়। এরপর তারা পৌরসভায় গেলে মেয়রের ছেলে রাজিবের মদদে থানায় হামলা চালায়।

এ ঘটনায় শৈলকুপা থানার এসআই লাল্টু মিয়া বাদী হয়ে ১১৫ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ৫শ জনের নামে মামলা দায়ের করেন। মামলাটি পরবর্তীতে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ঘটনায় পুলিশ বিভিন্ন সময়ে ৩৪ জনকে গ্রেপ্তার করেছে।

Share this post

PinIt
scroll to top