রাজস্ব কর্মকর্তা ফয়সালের ব্যাংক হিসাব অবরুদ্ধ, স্ত্রীর সম্পত্তিও জব্দ

1719498160-da9ca8088150e71ab2dc1ab576cb6d9d.webp

দেশের তথ্য ডেস্কঃ

ছাগলকাণ্ডে এখনো আলোচনায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্মকর্তা মতিউর রহমান। এর মধ্যে তাকে এনবিআর থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এদিকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রথম সচিব (কর) কাজী আবু মাহমুদ ফয়সালের স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোকের (অবরুদ্ধ) নির্দেশ দিয়েছেন আদালত। এ ছাড়াও এই কর্মকর্তার স্ত্রী আফসানাসহ চারজনের নামে থাকা স্থাবর সম্পদ জব্দ করার আদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুন) ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত এ আদেশ দেন। এ ছাড়া ফয়সালের স্ত্রী আফসানাসহ চারজনের নামে থাকা স্থাবর সম্পদ জব্দ করা হয়েছে।

Share this post

PinIt
scroll to top