দেশের তথ্য ডেস্কঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিস্তার পানির দাবি ছেড়ে দিয়ে এসেছেন বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাগরিক ঐক্যের উদ্যোগে ‘আজিজ, বেনজীর, মতিউরের অবিশ্বাস্য দুর্নীতি, প্রধানমন্ত্রীর দাসখত দেয়ার ভারত সফরের বিরুদ্ধে’ শিরোনামে মানববন্ধনটি আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর প্রসঙ্গে মাহমুদুর রহমান মান্না বলেন, মোদির শপথ নেয়ার আগে গেছেন। ১৫ দিন পরেই আবার গেলেন। অনেকে বলেন, তিনি হাজিরা দিতে গেছেন। গেলেন কেন? কিছু পাওয়ার জন্য? আমাদের প্রধান দাবি ছিল- ভারত আমাদের পানি দেয় না। এগুলো নিয়ে কোনো আলোচনা হয়েছে? আমাদের প্রধানমন্ত্রী তিস্তার পানির দাবি ছেড়ে দিয়ে এসেছেন। যে ট্রেন করিডোর দেয়া হয়েছে সেখানে যদি অস্ত্র যায়? সেনাবাহিনী যায়? আপনি তল্লাশি করতে পারবেন?