দেশের তথ্য ডেস্ক-
ঈদুল আজহা উপলক্ষে আজ শনিবার থেকে সোনামসজিদ স্থলবন্দরে টানা ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি কাজী শাহাবুদ্দিন এ তথ্য জানিয়েছেন।
কাজী শাহাবুদ্দিন জানান, শনিবার ১৫ জুন থেকে ২১ জুন পর্যন্ত সোনামসজিদ স্থলবন্দরের সকল ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। সিঅ্যান্ডএফ এজেন্ট ও ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে তাই আগামী ২২ জুন শনিবার থেকে বন্দরে আবারও আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে। তবে ঈদুল আজুহায় স্থলবন্দর ছুটি থাকলেও ভারত-বাংলাদেশের যাত্রী পারাপারের জন্য ইমিগ্রেশন সেবা চালু থাকবে বলে জানিয়েছেন ইমিগ্রেশনের কর্মকর্তা মো. জাফর ইকবাল।