যানবাহনের চাপ গাজীপুরে মহাসড়কে

16-9.jpg

দেশের তথ্য ডেস্ক-

ঈদ যাত্রায় স্বজনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিতে নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ। সকাল থেকে গাজীপুরের কালিয়াকৈরে চন্দ্রা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাড়ির চাপ রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা আরো বেড়ে যায়। ঈদের সময় যত ঘনিয়ে আসছে মহাসড়কে যাত্রী ও যানবাহনের চাপ ততই বাড়ছে। তবে যানজট নিরসনে কাজ করে যাচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনী।

পুলিশ ও যাত্রীদের সুত্রে জানা গেছে, ঢাকা- টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকায় ঘরমুখো মানুষের ঢল নেমেছে। এতে এই পয়েন্টে গাড়ির চাপ বেড়েছে। তবে চন্দ্রা ও আশে পাশের এলাকায় গাড়ি চলছে ধীরগতিতে। যানজট নিরসন ও ঘরমুখো যাত্রীদের নিরাপত্তায় পুলিশ, কমিউনিটি পুলিশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছে। সবুজ মিয়া জানান, গাজীপুর থেকে চন্দ্রা এসেছি প্রায় এক ঘন্টা সময় লেগেছে যেতে হবে টাঙ্গাইল কখন যে যাবো তা বুঝে উঠতে পারছি না গাড়ি চলছে খুব ধীর গতিতে।

নাওজোড় থানার ওসি শাহাদাত হোসেন জানান, গত রাত থেকেই মহাসড়কের যানবাহনের চাপ রয়েছে। যাত্রীরা স্বাচ্ছন্দে বাড়ি পৌঁছাতে পারে তার জন্য পুলিশ সার্বক্ষণিক চেষ্টা চালিয়ে রাখব।

Share this post

PinIt
scroll to top