১০ ফুট লম্বা মৃত ডলফিন কুয়াকাটা সমুদ্রসৈকতে ভেসে এলো

9-5.jpg

দেশের তথ্য ডেস্ক-

কুয়াকাটা সমুদ্রসৈকতে ভেসে এসেছে ১০ ফুট দৈর্ঘ্যের একটি বোটলনোজ প্রজাতির মৃত ডলফিন। আজ শুক্রবার (১৪ জুন) সকালে জোয়ারে ঢেউয়ের সঙ্গে সৈকতের জিরো পয়েন্ট সংলগ্ন পূর্ব পাশে ডলফিনটি দেখতে পান ডলফিন রক্ষা কমিটির সদস্যরা।

ডলফিন রক্ষা কমিটির সদস্য আবুল হোসেন রাজু বলেন, ‘বঙ্গোপসাগরের ঢেউয়ের সাথে তীরে আসতে দেখি ডলফিনটিকে। ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে ডলফিনটি জেলেদের জালে আটকে মারা যেতে পারে।

এর শরীরে আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে।’
কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বন বিভাগ ও ব্লু-গার্ডের সহায়তায় আমাদের সদস্যরা নিরাপদ স্থানে ডলফিনটিকে মাটিচাপা দেওয়ার ব্যবস্থা করেছে।

বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, আমি বিষয়টি ডলফিন রক্ষা কমিটির মাধ্যমে শুনেছি। আমাদের সদস্যদের পাঠিয়ে দ্রুত মাটিচাপা দেওয়ায় সহযোগিতা করা হয়েছে।

Share this post

PinIt
scroll to top