দেশের তথ্য ডেস্ক-
বেতন ও বোনাসের দাবিতে কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রেখেছে ডেনিম প্রসেসিং প্লান্ট নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা।
শুক্রবার বেলা ১১টার দিকে মহাসড়কের চান্দিনার বেলাশহর এলাকায় মহাসড়ক অবরোধ করেন তারা।
শ্রমিকদের দাবি, চান্দিনার বেলাশহর এলাকার ডেনিম প্রসেসিং প্লান্ট নামের এ পোশাক কারখানাটিতে প্রায়ই শ্রমিকদের বেতন আটকে রাখা হয়। ঈদের মাত্র তিন দিন বাকি এখনো শ্রমিকরা দুই মাসের বেতন ও বোনাস পায়নি।
এদিকে অবরোধের ফলে মহাসড়কের দুই পাশে অন্তত দশ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। শ্রমিকদের বুঝিয়ে অবরোধ তুলে নিতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন চান্দিনা উপজেলা প্রশাসন ও থানা পুলিশ।