ভয়ভীতি দেখিয়ে নদী থেকে হাটে গরু নামানোর চেষ্টা, আটক ৪

cow-20240613174306-1.jpg

মুন্সীগঞ্জ সদর উপজেলার ধলেশ্বরী নদী থেকে বেপারীদের ভয়ভীতি দেখিয়ে নিজেদের হাটে গরু নামানোর চেষ্টাকালে চারজনকে আটক করেছে মুক্তারপুর নৌ পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত ট্রলার ও বেপারীদের ভয় দেখানোর কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ কাঠের স্টাম্প জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুন ) দুপুর দেড়টার দিকে সদর উপজেলার মিরকাদিম সংলগ্ন নদী থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- মো. শুভ (২৬), আলিফ (২২), আকমল হোসেন (৪৫) ও মো. করিম (৩৬)। তাদের  বাড়ি মিরকাদিম পৌরসভার বিভিন্ন এলাকায় বলে জানা গেছে।মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাজ্জাদ করিম খান বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জসহ বিভিন্ন গরুর হাটে পশু সরবরাহ নির্বিঘ্ন করতে ধলেশ্বরী নদীতে নৌ পুলিশের তদারকি চলছিল। দুপুরে অর্ধশত গরু নিয়ে হাটের উদ্দেশ্যে যাতায়াতরত একটি ট্রলার আটকে নিজেদের হাটে নামানোর চেষ্টাকালে চারজনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দেশের তথ্য ডেস্ক / আই এইচ

Share this post

PinIt
scroll to top