জানা গেল ঈদে কতদিন বন্ধ থাকবে মেট্রোরেল

c6d6e55da6ea4c8689c828e9518690a30e73059dc7f1366f.jpg

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুধু ঈদের দিন (১৭ জুন) মেট্রোরেল বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৩ জুন) বিকেলে রাজধানীর ইস্কাটনে ডিএমটিসিএল কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে কথা বলেন মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক।


তিনি জানান, ১৭ জুন পবিত্র ঈদুল আজহার দিন মেট্রো চলাচল বন্ধ থাকবে। এ ছাড়া ১৯ জুন থেকে সরকারি অফিসের নতুন সময়সূচি অনুযায়ী মেট্রোরেল চলাচলের শিডিউলেও পরিবর্তন আনা হয়েছে। তারতম্য আনা হয়েছে পিক, অফপিক আওয়ারে। এতে সুবিধা পাবেন অফিসগামী যাত্রীরা।

তিনি আরও জানান, মেট্রোরেলে কোরবানির পশুর চামড়া এবং কাঁচা বা রান্না করা মাংস বহন করা যাবে না। এ ছাড়া অন্যান্য আরোপিত নিষেধাজ্ঞা অপরিবর্তিত থাকবে।
দেশের তথ্য ডেস্ক / আই এইচ

Share this post

PinIt
scroll to top