কয়রায় সিপিপি সদস্যদের মাঝে দুর্যোগকালীন সময়ের জন্য উদ্ধার সামগ্রী বিতরণ 

436421719_856191386542060_1769869900557342148_n.jpg

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ কয়রা সদর ইউনিয়নের  সিপিপি সদস্য ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের উদ্ধার সামগ্রী ব্যবহার বিষয়ক ওরিয়েন্টেশন ও দূর্যোগকালীন সময়ের জন্য উদ্ধার সামগ্রী বিতরণ করা হয়েছে।  ১২ জুন বুধবার সকাল ১০ টায় সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে কারিতাস বাংলাদেশ খুলনা অঞ্চলের বাস্তবায়নে কারিতাস জার্মানী ও বিএমজেডের সহযোগিতায় এ সকল উদ্ধার সামগ্রী ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। ওরিয়েন্টশন শেষে উদ্ধার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মামুনার রশিদ। এ সময় আরো উপস্থিত ছিলেন, কারিতাসের ফিল্ড কোর্ডিনেটর  ইব্রাহিম হোসেন, মনিটরিং অফিসার মিল্টন মন্ডল, কয়রা সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান এস এম লুৎফর রহমান, ইউপি সদস্য হরেন্দ্রনাথ সরকার, আবু হুরাইরা খোকন, শেখ সোহরাব হোসেন, মিজানুর রহমান কোহিনূর, আবুল কালাম শেখ, মুর্শিদা খাতুন, সিপিপির ইউনিয়ন টিম লিডার মাসুম বিল্লাহ, সাইফুল ইসলাম, মুর্শিদা খাতুন, কারিতাসের মাঠকর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ।

Share this post

PinIt
scroll to top