অধিনায়ক মহোদয় আত্মসমর্পনকৃত জলদস্যুদের উদ্দেশ্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮ সালের ১ নভেম্বর সুন্দরবনকে ‘দস্যু মুক্ত’ ঘোষনা করেন। এরই ধারাবাহিকতায় এখনও সুন্দরবনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রয়েছ। পূর্বের মত অপহরণ, মুক্তিপণ আদায়, হত্যার মত নৃশংস ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে না। তাছাড়াও আত্নসমর্পণকারী দস্যুরা যেন পুনরায় দস্যুতার জীবনে ফিরে না যায় সেজন্যে র্যাব কর্তৃক তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়। যার দরুন আত্মসমর্পনকারী জলদস্যুরা পুর্ণবাসিত হয়ে বর্তমানে স্বাভাবিক জীবন যাপন করছেন। সরকারের পক্ষ থেকে আত্মসমর্পনকারী সকল জলদস্যু/বনদস্যুদের বিরুদ্ধে রুজুকৃত চাঞ্চল্যকর ও গুরুতর অপরাধের মামলা ব্যতীত অন্যান্য সকল মামলার মধ্যে অধিকাংশ মামলাই বিজ্ঞ আদালত নিস্পত্তি করেছেন।অবশিষ্ট মামলা সমূহ নিম্পত্তির লক্ষ্যে যথাযথ আইনি কার্যক্রম চলমান রয়েছে।
অধিনায়ক মহোদয় আত্মসমর্পনকৃত জলদস্যুদের সাথে কুশলাদী ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি কয়েকজন আত্মসমর্পনকারীর উত্থাপিত ব্যক্তিগত সমস্যার কথা ধৈর্য্য সহকারে শোনেন এবং তিনি তাৎক্ষনিক সমাধানের নির্দেশ প্রদান করেন ।
দেশের তথ্য ডেস্ক / আই এইচ