যশোর জেলার মনিরামপুর এলাকা হতে ধর্ষণ মামলার আসামীকে গ্রেফতার-র‌্যাব-৬

WhatsApp-Image-2024-06-12-at-6.24.43-PM.jpg

মামলা সূত্রে জানা যায়, ভিকটিম একজন ১৩ বছরের কন্যা সন্তান এবং ঘুঘুদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীতে পড়ুয়া শিক্ষার্থী। তার বাবা-মায়ের গত পাঁচ বছর পূর্বে বিবাহ বিচ্ছেদ/তালাক হওয়ায়, ভিকটিম সে সময় থেকেই তার মায়ের পিশা মশাই (ফুফা) (মামলায় উল্লেখিত ১নং এজাহারনামীয় আসামী) নিমাই মন্ডল (৫০) এর বাড়িতে বসবাস করে এবং তার মা মানুষের বাড়িতে কাজ করে জীবন-যাপন করে। গত ৮/৯ মাস পূর্বে ভিকটিমের মায়ের পিশি (ফুফু) মারা গেলে, ভিকটিমের মা ভিকটিমকে তার সাথে নিয়ে যেতে চান। কিন্তু ভিকটিমের মায়ের পিশা মশাই (ফুফা) নিমাই মন্ডল (৫০) ভিকটিমকে তার বাড়িতেই রেখে দেই। ভিকটিম যে স্কুলে পড়ালেখা করতো সেই স্কুলের কর্মচারী (দপ্তরী) (মামলায় উল্লেখিত ২নং এজাহারনামীয় আসামী) দেবব্রত কুমার দাস ৥ বাচ্চু (৩৮) স্কুলের কাজের অজুহাতে বিভিন্ন সময় নিমাই মন্ডল (৫০) এর বাড়িতে আসা যাওয়া করতো। ফলে নিমাই মন্ডল (৫০) ও দেবব্রত কুমার দাস ৥ বাচ্চু’র মধ্যে সু-সম্পর্ক গড়ে উঠে। ভিকটিমের বোধ বুদ্ধি কম হওয়ার সুযোগে আসামী দেবব্রত কুমার দাস ৥ বাচ্চু’র (৩৮) সহযোগীতায় আসামী নিমাই মন্ডল (৫০) গত ইং ২০/১১/২০২৩ তারিখ হতে ইং ০১/০৬/২০২৪ তারিখ পর্যন্ত বিভিন্ন সময়ে ভিকটমকে ফুসলিয়ে তার নিজ বাড়িতে জোরপূর্বক ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। উক্ত ধর্ষণের ফলে ভিকটিম অন্তঃসত্ত্বা হয়ে পড়লে, গত ইং ০১/০৬/২০২৪ তারিখ বিষয়টি ভিকটিমের মা জানার পরে আসামীগন ভিকটিমের মাকে মামলা না করার জন্য ভয়ভীতি প্রদর্শণ করে। পরবর্তীতে ভিকটিমের মা র‌্যাব-৬, যশোরকে বিষয়টি সম্পর্কে অবগত করে। ভিকটিমের মা জানায় উক্ত বিষয়ে মামলা করার চেষ্টা করলে আসামীদ্বয় ভিকটিম ও ভিকটিমের পেটে থাকা বাচ্চার ক্ষতি করবে। ঘটনা সম্পর্কে অবহিত হয়ে র‌্যাব-৬ যশোর এর সহায়তায় ভিকটিমের মা বাদী হয়ে যশোর জেলার মনিরামপুর থানায় নিমাই মন্ডল (৫০) ও দেবব্রত কুমার দাস ৥ বাচ্চু (৩৮) দ্বয়ের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। যার মামলা নং- ০৮, তারিখ- ১২/০৬/২০২৪, ধারা- ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী ২০০৩) এর ৯(১)/৩০।

বিষয়ে মামলা রুজু হওয়ার পরপরই র‌্যাব-৬, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল তাৎক্ষনিক উক্ত আসামীদ্বয়কে গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং গোপন সংবাদের ভিত্তিতে ইং ১২/০৬/২০২৪ তারিখ রাত আনুমানিক ০১.০৫ ঘটিকায় জানতে পারে যে, যশোর জেলার মনিরামপুর থানাধীন ভরতপুর ও ঘুঘুদাহ এলাকায় আসামীদ্বয় অবস্থান করছে। উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে আভিযানিক দলটি ইং ১২/০৬/২০২৪ তারিখ রাত আনুমানিক ০১.৪৫ ঘটিকায় অভিযান পরিচালনা করে ১নং আসামী (i) নিমাই মন্ডল (৫০), পিতা- মৃত অরসিৎ মন্ডল, সাং- ভরতপুর, থানা- মনিরামপুর, জেলা- যশোর’কে তার নিজ বাড়ি হতে গ্রেফতার করে এবং একই আভিযানিক দল ইং ১২/০৬/২০২৪ তারিখ রাত আনুমানিক ০২.০৫ ঘটিকায় আসামী (ii) দেবব্রত কুমার দাস ৥ বাচ্চু (৩৮), পিতা- সঞ্জিত দাস, সাং- ঘুঘুদাহ, থানা- মনিরামপুর, জেলা- যশোরকে ঘঘুদাহ এলাকা হতে গ্রেফতার করে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামীদ্বয়কে যশোর জেলার মনিরামপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

দেশের তথ্য ডেস্ক / আই এইচ

Share this post

PinIt
scroll to top