জি-৭ সম্মেলনে ইতালি যাচ্ছে ‘মোদি‘

8-1-1.jpg

ইতালিতে অনুষ্ঠিতব্য জি-৭ শীর্ষ সম্মেলনে যোগ দিতে যাচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৩ জুন) এ সম্মেলনে যোগ দেবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

মঙ্গলবার (১১ জুন) ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়, জি-৭ শীর্ষ সম্মেলনটি বৃহস্পতিবার (১৩ জুন) থেকে শনিবার (১৫ জুন) ইতালির আপুলিয়া অঞ্চলে অনুষ্ঠিত হবে। এ সম্মেলনে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং ইসরাইল-গাজা সংঘাতসহ বৈশ্বিক কূটনীতি নিয়ে আলোচনা করা হবে।

সোমবার (১০ জুন) থেকেই তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে হিসেবে পথ চলা শুরু করেছেন নরেন্দ্র মোদি। এরপর প্রথম বিদেশ সফর হিসেবে তিনি ইতালিতে আয়োজিত জি-৭ সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন।মোদির এ সফরের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, বৃহস্পতিবার ইতালির উদ্দেশে রওনা দেবেন তিনি। আর পরদিন শুক্রবার (১৪ জুন) ভারতে ফিরে আসবে। এ সফরে মোদি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। তবে মোদির ইতালি সফর নিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

গত বছরের মে মাসে জাপানের হিরোশিমায় আয়োজিত জি-৭ শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
 
জি-৭ এর সদস্য দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, জার্মানি, কানাডা ও জাপান।
দেশের তথ্য ডেস্ক / আই এইচ

Share this post

PinIt
scroll to top