দিঘলিয়ায় উপজেলা তথ্য আপার উঠান বৈঠক অনুষ্ঠিত

-1.jpg

 শেখ শামীমুল ইসলাম, দিঘলিয়া (খুলনা) প্রতিনিধিঃ দিঘলিয়া উপজেলার সেনহাটিতে বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন জাতীয় মহিলা সংস্থা কর্তৃক বাস্তবায়নাধীন তথ্য আপা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন (২য় পর্যায়) শীর্ষক প্রকল্পটি গ্রামীণ সুবিধাবঞ্চিত দৈনন্দিন সমস্যা সমাধানে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার ( ১১ জুন) বিকাল সাড়ে ৩টায় দিঘলিয়া উপজেলার সেনহাটি উপস্বাস্থ্য কেন্দ্র চত্বরে উপজেলা তথ্য সেবা অফিসার সাঈদা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ সোহাগ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া প্রেসক্লাবের সহ সভাপতি এস এম ওয়াহিদ মুরাদ, সাংবাদিক সৈয়দ জাহিদুজ্জামান। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা তথ্য সহকারী নুসরাত জাহান ও লুৎফুন্নেছা। উল্লেখ্য মহিলাদের দৈনন্দিন সমস্যা সমাধানে এ প্রকল্পের আওতায় নানামুখী সেবাসমূহ তথ্যকেন্দ্র হতে ডোর টু ডোর পদ্ধতিতে এবং উঠান বৈঠকের মাধ্যমে বিনামূল্যে প্রদান করা হয়। এ প্রকল্পের মাধ্যমে সুবিধা বঞ্চিত মহিলাদের উঠান বৈঠকের মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য, আইন, ব্যবসা, কৃষি ও জেন্ডারসহ নানা ক্ষেত্রে কাজ করে চলেছে।

দেশের তথ্য ডেস্ক / আই এইচ

Share this post

PinIt
scroll to top