দেশের তথ্য ডেস্ক।।
চাঁদপুরের হাজীগঞ্জে বালুবাহী ড্রাম ট্রাকের সঙ্গে সিএনজি চালিত অটেরিকশার মুখোমুখি সংঘর্ষে তিন জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুজন স্বামী-স্ত্রী।
মঙ্গলবার (১১ জুন) বিকেল তিনটার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জের গোগরা এলাকায় এ ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় প্রায় তিন ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ ছিল।
নিহতরা হলেন, মোজাম্মেল হোসেন বেপারী (৪০) ও তার স্ত্রী পিংকি বেগম। অন্যজন হলেন সবুজ হাওলাদার (৩০)।
এ ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ আরও দুই জন গুরুতর আহত হয়েছে। পরে তাদের উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত মোজম্মেল উপজেলার বাকিলা ইউনিয়নের ফুলছোঁয়া বেপারী বাড়ির আবুল খায়ের বেপারীর ছেলে। মোজাম্মেলের স্ত্রী পিংকি বেগম ও সবুজ একই ইউনিয়নের বাসিন্দা। তারা সবাই সিএনজিচালিত অটেরিকশায় বাকিলা বাজার থেকে চাঁদপুর শহরে যাচ্ছিল।
স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান জানান, চাঁদপুর থেকে কুমিল্লায় একটি বালুবাহী ড্রামট্রাক যাওয়ার পথে হাজীগঞ্জ অতিক্রমকালে সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে।
প্রত্যক্ষদর্শী শরীফ হোসেন বলেন, প্রচণ্ড শব্দ শুনে দৌড়ে ঘটনাস্থলে গিয়ে দেখি এমন মর্মান্তিক র্দুঘটনা। এসময় সড়কের ওপর সবুজ নামের একজন মৃত অবস্থায় পড়ে থাকতে দেখি। অন্যরা রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছে। এ সময় উপস্থিত আরো কয়েকজনের সহযোগিতায় আহতদের উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে মোজাম্মেল হোসেন বেপারী (৪০) ও তার স্ত্রী পিংকি বেগম মারা যান। মোজাম্মেল হোসেন বাহরাইন প্রবাসী ছিলেন। কিছু দিন আগে দেশে ফেরেন তিনি। তাদের তিনটি শিশু সন্তান রয়েছে।হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ সময় সংবাদকে বলেন, ঘটনাস্থল থেকে ট্রাক ও সিএনজি চালিত অটেরিকশাটি জব্দ করা হয়েছে। নিহত তিনজনের মরদেহের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।