অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনা ঃ
৯জুন কয়রা উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তি পূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ঘুর্ণিঝড় রেমালের কারণে পিছিয়ে যাওয়া ৩য় ধাপের ২০ উপজেলার নির্বাচন ৯জুন অনুষ্ঠিত হয়।
উক্ত নির্বাচনে কয়রা উপজেলায় বেসরকারি ফলাফল অনুযায়ী মোটর সাইকেল প্রতীকে ৩৫ হাজার ৯১৭ ভোট পেয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম মোহসিন রেজা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এসএম শফিকুল ইসলাম আনারস প্রতীকে পান ২৭ হাজার ৩২৩ ভোট এবং অপর প্রার্থী এ্যাডঃ অনাদী সানা ৩ হাজার ৫৫৪ ভোট।
অপরদিকে তালা প্রতীকে ২৪ হাজার ৬৩ ভোট পেয়ে এ্যাডঃ মেহেদী হাসান উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী যুবলীগ নেতা এ্যাডঃ আরাফাত হোসেন টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৩৬৩ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আলম হাঁস প্রতীকে ৩৩ হাজার ৮৯১ ভোট পেয়ে পূণরায় নির্বাচিত হয়েছেন। তার নিকটতম উপজেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী নীলিমা চক্রবর্তী ফুটবল প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৭১৭ ভোট এবং আয়শা খাতুন ১৪ হাজার ৫৮ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী অপর প্রার্থী হলেন, এস এম আঃ রাজ্জাক চশমা ৪৮৯২, শেখ আঃ রশিদ বই ৪০০৪, এ্যাডঃ কমলেশ কুমার সানা টিয়াপাখি ৩৭৫৫, দিলীপ কুমার বৈরাগী বৈদ্যুতিক বাল্ব ৩০১০, আঃ রব খোকন পালকি ২৮১৭, মোঃ দিদারুল ইসলাম মাইক ১৯১৩ ও মোঃ শফিকুল ইসলাম মোল্লা উড়োজাহাজ প্রতীকে পেয়েছেন ১৭০০ ভোট।
রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৬৭ টি কেন্দ্রে বিরতিহীনভাবে উপজেলার সবখানে শান্তি পূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। তবে নির্বাচনে তুলনামূলক ভোটার উপস্থিতি কিছুটা কম ছিল।
এদিকে নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে বলে জানান সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার এবিএম তারিকুজ্জামান।
উল্লেখ্য, নির্বাচনে চেয়ারম্যান পদে ৩, ভাইস চেয়ারম্যান পদে ৯ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।