দেশের তথ্য ডেস্ক।।
১০ই জুন কেএমপির অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক অপরাধ পর্যালোচনা সভায় তিনি বলেন খুলনা মহানগর এলাকায় মাদক সংক্রান্ত কোনো অভিযোগ শুনতে চাই না। তিনি আরো বলেন, জঙ্গি সন্ত্রাস, মাদক, মানব পাচার, চাঁদাবাজি, ডাকাতি, গণধর্ষণ অপহরণ সহ গুরুত্বপূর্ণ মামলা সমূহের নিবির ভাবে তদন্ত করতে হবে। অনুষ্ঠিত কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা প্রদান করেন তিনি বলেন অভিযানের ক্ষেত্রে সর্তক থেকে বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করতে হবে।
পুলিশ কমিশনার মহোদয় অপরাধ পর্যালোচনা সভার শুরুতে আইজিপি মহোদয় কর্তৃক প্রেরিত বিশেষ পুরস্কার সংশ্লিষ্ট অফিসার-ফোর্সদের হাতে তুলে দেন। এছাড়াও কেএমপি’র সহকারী পুলিশ কমিশনার (খালিশপুর জোন) জনাব মোঃ নাসিম এ-গুলশান; হরিণটানা থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম; খুলনা থানা পুলিশ পরিদর্শক(তদন্ত) জনাব নিমাই চন্দ্র কুন্ডু; পুলিশ পরিদর্শক(শহর ও যানবাহন) জনাব শেখ রবিউল ইসলাম; আরআই, পুলিশ লাইন্স জনাব মোঃ ওলিয়ার রহমান; খুলনা থানার এসআই (নিঃ) সুকান্ত দাশ; এসআই(নিঃ) এইচ এম শহিদুল ইসলাম; এসআই (নিঃ) মোঃ খালিদ উদ্দিন; এসআই (নিঃ)মোঃ ফয়জুল ইসলাম; সোনাডাঙ্গা মডেল থানার এসআই(নিঃ) দীপক কুমার পাল; এসআই(নিঃ) আশরাফুল আলম; এসআই(নিঃ) হাসানুজ্জামান এসআই(নিঃ) মুক্তা বিশ্বাস; লবণচরা থানার এসআই(নিঃ) প্রদীপ বৈদ্য; এসআই(নিঃ) মোঃ আব্দুর রহিম; হরিণটানা থানার এসআই(নিঃ) মোঃ রফিকুল ইসলাম; খালিশপুর থানার এসআই (নিঃ) মোঃ মাসুদ রানা; দৌলতপুর থানার এসআই (নিঃ) সুবর্ণা রানী পাল; এসআই(নিঃ) মোঃ মিকাইল হোসেন; এসআই(নিঃ) অনাদি বিশ্বাস; এসআই(নিঃ) বদিউর রহমান; এসআই(নিঃ) আলিমুজ্জামান; খানজাহান আলী থানার এএসআই(নিঃ) তুহিন মিয়া; খানজাহান আলী থানার এসআই(নিঃ) অয়ন তীর্থ পাইক; এসআই(নিঃ) কামরুল হুদা নাঈম; গোয়েন্দা বিভাগের এসআই(নিঃ) মোঃ সিরাজুল ইসলাম; এসআই(নিঃ) মোঃ সেলিম হোসেন; এসআই(নিঃ) মোঃ শরিফুল ইসলাম; অপরাধ শাখার এসআই(নিঃ) এস.এম. সাহাদত; সিটিএসবি এসআই(নিঃ) মোঃ রবিউল ইসলাম; সার্জেন্ট সজীব কুমার সাহা; টিএসআই মোঃ রিপন রানা; সার্জেন্ট রেকসনা খাতুন-বিপিএম; টিএসআই মোঃ আলমগীর হোসেন; সার্জেন্ট দিলীপ বিশ্বাস; টিএসআই সৈয়দ সেলিম আলী; টিএসআই মোঃ রেজাউল করিম; সার্জেন্ট সুকান্ত মল্লিক; সার্জেন্ট চন্দন কুমার দাস; টিএসআই মোঃ রেজাউল হক; এসএএফ শাখার এসআই(সঃ) মোঃ আব্দুস সামাদ; খালিশপুর থানার এএসআই(নিঃ) মোঃ কামাল হোসেন; দৌলতপুর থানার এএসআই (নিঃ) মোঃ ইমরান হোসেন; এএসআই (নিঃ) মোঃ আলমগীর খান; গোয়েন্দা বিভাগের এএসআই(নিঃ) কাজল কুমার দাস; সিটিএসবি এএসআই(নিঃ) মোঃ হারুন অর রশিদ; প্রসিকিউশন বিভাগের এএসআই(নিঃ) মোঃ ইমাদুল ইসলাম; পিওএম বিভাগ এএসআই(সঃ) মোঃ আব্দুল্লাহ আল মামুন; বিভাগ নায়েক মোহাম্মদ নুরুল ইসলাম; কেন্দ্রীয় অস্ত্রাগারের নায়েক মোঃ মেসকাতুজ্জামান; হিসাব শাখার অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক জসিম উদ্দিন; সদর বিভাগের সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর মোঃ নাজিম উদ্দিন; পুলিশ কমিশনার অফিসের অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক আব্দুল্যাহ আল-বুখারী; রেশন স্টোরের সহকারী মোঃ তৌফিক হোসেন; প্রসিকিউশন বিভাগের নারী কনস্টেবল প্রতিভা ঘোষ; হরিণটানা থানার কনস্টেবল মোঃ পারভেজ আহম্মেদ; সিটিএসবি কনস্টেবল মোঃ আবু হোসেন; পুলিশ কমিশনার অফিসের কনস্টেবল হুসাইন আহমাদ; প্রসিকিউশন বিভাগের কনস্টেবল চিন্ময় কুমার কুন্ডু; হিসাব শাখা কনস্টেবল মোঃ মাহবুবুর রহমান; এসএএফ শাখার কনস্টেবল মোঃ শাকিব হোসেন; কনস্টেবল মোঃ রাকিবুজ্জামান রনি; কনস্টেবল মোঃ নাজমুল ইসলাম; লাইনওআর নারী কনস্টেবল মোসাঃ ফারজানা খাতুন; কনস্টেবল আল মাসুদ হাসান; ইএন্ডডি শাখা কনস্টেবল মোঃ আল-মামুন; বেতার শাখার কনস্টেবল ফকির মোঃ শামীম ইসলাম; কন্ট্রোল রুম কনস্টেবল মোঃ আবুল কালাম আজাদ; উত্তর বিভাগের কনস্টেবল মোঃ হৃদয় আলী; রেশন স্টোরের কনস্টেবল পলাশ কুমার সরকার; কনস্টেবল মোঃ শহীন আলী সিকদার; অভ্যর্থনা শাখা সদরদপ্তর নারী কনস্টেবল তাসমিয়া আক্তার কবিতা; মিডিয়া শাখার ক্যামেরাম্যান কনস্টেবল মোঃ সাজ্জাতুল জুম্মা; কেন্দ্রীয় অস্ত্রাগারের কনস্টেবল মোঃ আরিফুল ইসলাম’দেরকে সরকারি দায়িত্ব সঠিকভাবে সম্পাদনের জন্য তাদেরকে ক্রেস্ট, নগদ অর্থ ও সার্টিফিকেট প্রদান করেন।
এ সময় কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডএফ) জনাব সরদার রকিবুল ইসলাম, বিপিএম-সেবা এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল, অতিঃ দায়িত্বে ক্রাইম এন্ড অপারেশন) জনাব মোছাঃ তাসলিমা খাতুন-সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ, পুরস্কারপ্রাপ্ত অফিসারবৃন্দ ও ফোর্স উপস্থিত ছিলেন