সিলেটে ৩ ঘণ্টায় ২২০ মিমি বৃষ্টিপাত, জলমগ্ন ওসমানী মেডিকেল

26-3.jpg

দেশের তথ্য ডেস্ক।।

তিন ঘণ্টার বৃষ্টিতে আবারও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পানি প্রবেশ করেছে।

শনিবার (০৮ জুন) সন্ধ্যা থেকেই থেমে থেমে হচ্ছিল বৃষ্টি। এরপর টানা তিন ঘণ্টার বৃষ্টিতে তলিয়ে গেছে ওসমানী কলেজ ভবন। একইসঙ্গে হাসপাতালের ২৬, ২৭নং ওয়ার্ড রয়েছে ঝুঁকিতে। ছুঁই ছুঁই করছে পানি। যেকোনো সময় পানিতে ভেসে যেতে পারে নিচতলার ওয়ার্ডগুলো।

২৬-২৭নং ওয়ার্ডের কয়েকজন রোগীর সাথে কথা বলে জানা গেছে, তারা আতঙ্কে আছেন। যেকোনো সময় তাদের এই ওয়ার্ডে পানি উঠে ব্যাহত হতে পারে চিকিৎসা সেবা। ওসমানী হাসপাতালের কর্তব্যরত কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করলে তারা কোনো বক্তব্য দিতে রাজি হইনি।
এদিকে, সিলেটের আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন জানান, সিলেটে রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত ৩ ঘণ্টায় ২২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

Share this post

PinIt
scroll to top