দেশের তথ্য ডেস্ক।।
গত ২৯ মে তৃতীয় ধাপ উপজেলা পরিষদ নির্বাচনে মঠবাড়িয়া উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ঘূর্ণিঝড় রিমালের কারণে তা স্থগিত করা হয়, যা আজ ৯ জুন অনুষ্ঠিত হচ্ছে।
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে শান্তিপূর্ণ পরিবেশে। সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোট চলবে বিকাল ৪টা পর্যন্ত।
মঠবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন মোট ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মঠবাড়িয়া উপজেলায় ১টি পৌরসভা ১১টি ইউনিয়নের ২ লাখ ২৬ হাজার ২২০ জন ভোটার ৮৮টি ভোট কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। তাদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১৪ হাজার ৬৬৯ জন এবং নারী ভোটার ১ লাখ ১১ হাজার ৫৫০ জন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রির্টার্নি অফিসার মাধুবী রায় জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট, র্যাব, পুলিশ, বিজিবি, সাদা পোশাকের পুলিশসহ পর্যাপ্ত পরিমাণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে রয়েছেন।