যবিপ্রবি হলে শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় তদন্ত কমিটি গঠন

32.jpg

দেশের তথ্য ডেস্ক।।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শাহরীন রহমান প্রলয় নামে এক শিক্ষার্থীকে রাতভর নির্যাতনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করবেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা তিন সদস্য বিশিষ্ট এ কমিটিতে প্রক্টর ড. হাফিজ উদ্দিনকে আহ্বায়ক করা হয়েছে। এছাড়া কমিটির অপর দু’জন সদস্য হলেন শহীদ মসিয়ূর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. তানভীর ইসলাম এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. অভিনু কিবরিয়া ইসলাম।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেছেন, এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে রাতভর নির্যাতনের ঘটনায় অভিযোগের প্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করবেন।

উল্লেখ্য, গত সোমবার কথা-কাটাকাটির জেরে মাথা ফাটিয়ে দেওয়ায় ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর অভিযোগ দেন শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শাহরীন রহমান প্রলয়। এ অভিযোগ দেওয়ায় তাকে আবাসিক হলে নিয়ে শাখা ছাত্রলীগ সভাপতি সোহেল রানার কক্ষে রাতভর নির্যাতন চালানো হয়েছে দাবি করেন ভুক্তভোগী ওই শিক্ষার্থী। তিনি অভিযোগ করেন যবিপ্রবি শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে বেধড়ক মারধর করে হল ছাড়ার হুমকি দেন। হল না ছাড়লে তাকে গুলি করে মেরে ফেলবেন বলে অভিযোগে জানিয়েছেন।

Share this post

PinIt
scroll to top