দেশের তথ্য ডেস্ক।।
যশোর সদরের বাহাদুরপুর তেঁতুলতলায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন মোহম্মদ আলী (৩০) নামে এক যুবলীগকর্মী। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাড়ি ফেরার পথে তিনি দুর্বৃত্তদের হামলার শিকার হন। গুলিবিদ্ধ অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় নওয়াপাড়া ইউনিয়ন চেয়ারম্যান ও যুবলীগ নেতা হুমায়ুন কবীর তুহিন বলেন, বুধবার অনুষ্ঠিত সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান প্রার্থী তৌহিদ চাকলাদার ফন্টুর নির্বাচনীকর্মী ছিলেন মোহম্মদ আলী। তার বিজয়ে বৃহস্পতিবার রাতে উপশহর ই-ব্লকে প্রীতিভোজের আয়োজন করা হয়। ওই আয়োজন সেরে বাড়ি ফেরার পথে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা আলীর মাথা ও পিঠে অস্ত্র ঠেকিয়ে পাঁচ রাউন্ড গুলি চালায়।
নিহতের বাবা মবজেল হোসেনের অভিযোগ, পাশের কিসমত নওয়াপাড়ার সাবেক চরমপন্থী ও বর্তমানে বিএনপির সক্রিয়কর্মী নবাব নিজহাতে আমার ছেলেকে গুলি করেছে।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) জুয়েল ইমরান বলেন, স্থানীয়দের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে হত্যাকাণ্ডের নেপথ্যে নির্বাচন সংক্রান্ত কোনো বিষয় আছে কিনা সেটা গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। আসামি গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।