মিলন হোসেন বেনাপোল,
ভারতে পাচারের জন্য আনা ৩ জন কিশোরীকে বেনাপোলের একটি আবাসিক থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে তাদেরকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া কিশোররা হলো সবুজ(১৫), পিতা আয়ুব খাঁ, মাতা পেয়ারা বেগম, সাং পুনসাঁই, ইউ- ১২ নং আশরাফপুর থানা কচুয়া, জেলা চাঁদপুর আবু বক্কর সিদ্দিক অন্তর(১৬), পিতা সালাউদ্দিন ফাখি, মাতাপারভীনা আক্তার, সাং জুনাসর মুন্সী বাড়ি, থানা কচুয়া, জেলা চাঁদপুর জহির(১৭), পিতা আয়ুব আলী, মাতা পেয়ারা বেগম, সাং পুনসাঁই, ইউ- ১২ নং আশরাফপুর থানা কচুয়া, জেলা চাঁদপুর
এই পাচারের সাথে সম্পৃক্ত বাবু(৪০) পিতা সত্য মালো, থানা রাজৈর, জেলা মাদারীপুর। তিনি দীর্ঘদিন যাবত এই বেনাপোল পোর্ট থানা এলাকায় ভাড়া থাকে এবং এমএম পরিবহনে সুপারভাইজার হিসেবে কর্মরত রয়েছে।
এ ব্যাপারে থানার ডিউটি এএসআই জাহিদ জানান কিশোরদের অবিভাবকদের সংবাদ দেওয়া হয়েছে তারা আসলে সব সিদ্ধান্ত হবে।