দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে সমাবেশ ও শপথ পাঠ

Debhata-Satkhira-Pix-1-1.jpg

নিজস্ব প্রতিনিধিঃ দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় “বাল্যবিবাহ নিরোধ ঘন্টা” ইনোভেশন এর আওতায় স্কুল পর্যায়ে সমাবেশ ও শপথ পাঠ এবং আত্মহত্যা রোধ কর্মসুচি পালিত হয়েছে। বুধবার উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউশনে এ সমাবেশ ও শপথ পাঠ অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীরা বাল্যবিবাহ ও আত্নহত্যা করবে না এই মর্মে উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান শপথ পাঠ করান। সেই সাথে শিক্ষার্থীদের সচেতন করেন। তারা বাল্যবিবাহ ও আত্নহত্যা করবে না। অন্যরা যদি এ পথে যায় তাদেরকে থামাতে হবে। পরিবারকে বন্ধু হয়ে তাদের পাশে থাকতে হবে। কারণ বাল্যবিবাহ ও আতœহত্যা একটি সুন্দর জীবনকে শেষ করে দিতে পারে তাই এর থেকে সবাইকে দুরে থাকতে হবে। এসময় উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহানের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউশনে প্রধান শিক্ষক মদন মোহন পাল, সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম।

Share this post

PinIt
scroll to top