৪র্থ ধাপের ভোটগ্রহণ উপলক্ষ্যে খুলনা মহানগরী এলাকার ভোটকেন্দ্র পরিদর্শন কমিশনার মহোদয়

.jpg
দেশের তথ্য ডেস্ক।।
বুধবার  ০৫ জুন ২০২৪ দুপুর ১.০৫ ঘটিকায় কেএমপি’র পুলিশ কমিশনার জনাব মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম মহোদয় ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ এর ৪র্থ ধাপের ভোটগ্রহণ উপলক্ষ্যে খুলনা মহানগরী এলাকার লবণচরা থানা এবং হরিণটানা থানা এলাকার ভোট কেন্দ্রের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন। এসময় তিনি উপস্থিত গণমাধ্যম কর্মীদের সাথে সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন।
ভোটকেন্দ্র পরিদর্শনকালে পুলিশ কমিশনার মহোদয় খুলনার জনগণকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে নির্বাচন ডিউটিতে নিয়োজিত অফিসার-ফোর্সদের দায়িত্ব-কর্তব্য ও করণীয়-বর্জনীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন। ভোটকেন্দ্রে নিয়োজিত অফিসার ও ফোর্সগণের সর্বোচ্চ সতর্কতার সাথে দায়িত্ব পালন করতে এবং সকল নির্বাচনী আচরণবিধি মেনে চলার নির্দেশনা প্রদান করেন।
এ সময় কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল, অতিঃ দায়িত্বে ক্রাইম এন্ড অপারেশন্স) জনাব মোছাঃ তাসলিমা খাতুন; ডেপুটি পুলিশ কমিশনার (সদর)অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন; ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোহাম্মদ তাজুল ইসলাম, বিপিএম-সেবা;অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড সিপি) জনাব মোহাঃ আহসান হাবীব, পিপিএম; লবণচরা থানার অফিসার ইনচার্জ জনাব মমতাজুল হক; হরিণটানা থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম-সহ নির্বাচন ডিউটিতে নিয়োজিত অিফিসার-ফোর্স উপস্থিত ছিলেন।

Share this post

PinIt
scroll to top