দেশের তথ্য ডেস্ক।।
ফরিদপুরের আলফাডাঙ্গায় উপজেলা পরিষদ নির্বাচনে ভোটার স্লিপ দেওয়ার ক্যাম্প ভাংচুরের অভিযোগ উঠেছে। আজ বুধবার (০৫ জুন) বেলা ১১টার দিকে আলফাডাঙ্গা উপজেলার কামারগ্রাম কাঞ্চনমুন্সী একাডেমী কেন্দ্রের সামনে আনারস প্রতিকের প্রার্থী শেখ তাহিদুর রহমান মুক্ত’র ভোটার স্লিপ দেওয়ার ক্যাম্প ভাংচুর করে দোয়াল কলম প্রতিকের প্রার্থী খান বেলায়েত হোসেনের সমর্থকরা।
এসময় ক্যাম্পে থাকা চেয়ার, টেবিল ভাংচুর করে ফেলে দেওয়া হয়। ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।
খবর পেয়ে আইনশৃঙ্খলা স্ট্রাইকিং ফোর্স পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
জানা গেছে, ফরিদপুরের বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলায় ১৪ জন চেয়ারম্যান প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে ১২ জন ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। দুই উপজেলার ১১৮টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে।
শেষ ধাপে দুই উপজেলায় একজন তৃতীয় লিঙ্গের ভোটারসহ ৩ লাখ ৭ হাজার ১৮৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
প্রতিটি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের লক্ষে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মাঠে কাজ করছেন।