৬০ হাজার বাংলাদেশি হজ করতে সৌদি পৌঁছলেন

21-1.jpg

দেশের তথ্য ডেস্ক।।

পবিত্র হজ পালন করতে সৌদি আরব পৌঁছেছেন ৬০ হাজার ৭৯৯ বাংলাদেশি। মোট ১৫৬টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছেন। আজ বুধবার (৫ জুন) ধর্ম মন্ত্রণালয়ের হজবিষয়ক প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

বুলেটিনের তথ্য মতে, সৌদি আরবে পৌঁছা হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ১৬৫ ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৬ হাজার ৬৩৪ জন।

এদিকে সৌদি আরবে মক্কা ও মদিনায় এখন পর্যন্ত ১০ পুরুষ হজযাত্রী মারা গেছেন। তাদের মধ্যে সাতজন মক্কায় এবং তিনজন মদিনায় মারা যান। সর্বশেষ গত ২ জুন মাকসুদ আহমেদ নামে একজন মারা যান। তাঁর বাড়ি কক্সবাজার জেলার চকরিয়ায়।

এ নিয়ে মক্কা ও মদিনায় ১০ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়।
চলতি বছর বাংলাদেশ থেকে হজ করবেন ৮৫ হাজার ২৫৭ জন। এর মধ্যে সরকারিভাবে নিবন্ধন করেছেন চার হাজার ৫৬২ জন। আর বেসরকারিভাবে নিবন্ধন করেছেন ৮০ হাজার ৬৯৫ জন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। গত ৯ মে থেকে হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট শুরু হয়। আগামী ১০ জুন পর্যন্ত যাওয়ার ফ্লাইট চলবে। হজ শেষে ২০ জুন ফিরতি ফ্লাইট শুরু হবে। দেশে ফেরার ফ্লাইট শেষ হবে আগামী ২২ জুলাই।

Share this post

PinIt
scroll to top