দেশের তথ্য ডেস্ক।।
দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর (বর্ষাকাল) প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে কম-বেশি বৃষ্টি হচ্ছে কিছুদিন ধরেই। তবে সিলেট অঞ্চলে মূলত বৃষ্টিপাতের প্রবণতা বেশি থাকছে। সিলেট ও ময়মনসিংহ বিভাগের জন্য আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত ভারি বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আবওহাওয়া অধিদপ্তর।
সতর্কবার্তায় বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগে আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত ভারি (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতি ভারি (৮৮ মিলিমিটারের বেশি) বৃষ্টি হতে পারে।
এদিকে গতকাল ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে, ৭৮ মিলিমিটার। এ ছাড়া নোয়াখালীর হাতিয়ায় ৬৩ মিলিমিটার ও সিলেটে ৬১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
অন্যদিকে কম বৃষ্টিপাত বা বৃষ্টি না হওয়ায় দেশের পাঁচ জেলায় তাপপ্রবাহ ছিল গতকাল। আবহাওয়া অফিস জানিয়েছে, গতকাল ঢাকা, রাজশাহী, পাবনা, যশোর ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ (৩৬ থেকে ৩৭.৯ ডিগ্রি) বয়ে গেছে।
আজও তা অব্যাহত থাকতে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ বুধবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশির ভাগ জায়গায় বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্য বিভাগগুলোর কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে আজ। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
তবে আগামীকাল বৃহস্পতিবার তা কিছুটা বাড়তে পারে।
বহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক গত রাতে কালের কণ্ঠকে বলেন, ‘শুক্রবার পর্যন্ত কম-বেশি একই রকম বৃষ্টিপাত থাকতে পারে। কোথাও একটু কমতে পারে, কোথাও বাড়তে পারে।’