দেশের তথ্য ডেস্ক।।
আমাদের মতো দেশে শিক্ষা খাতে জিডিপির ৪ থেকে ৫ শতাংশ এবং স্বাস্থ্য খাতে জিডিপির ২ থেকে ৩ শতাংশ বরাদ্দ হওয়া উচিত। কিন্তু আমাদের দেশে স্বাস্থ্য, শিক্ষা ও কৃষি অবহেলিত খাত হিসেবে থাকছে। প্রয়োজনের তুলনায় এসব খাতে কম বরাদ্দ দেওয়া হয়। আবার যা বরাদ্দ দেওয়া হয় তা-ও ঠিকমতো ব্যবহার হচ্ছে না বা অপব্যবহার হচ্ছে।
শিক্ষার মান এবং স্বাস্থ্য খাতের সেবার মানের উন্নতি হচ্ছে না।
আর কৃষি খাতে আমাদের এমন একটা অবস্থা তৈরি হয়েছে, যার প্রভাব পড়েছে মূল্যস্ফীতিতে। এর পেছনে বড় কারণ হচ্ছে, কৃষি খাতের বিভিন্ন পণ্যের মূল্য অস্বাভাবিক বেড়েছে। এমন গুরুত্বপূর্ণ খাতগুলো অবহেলিত থাকায় দুর্বল হয়েছে অর্থনীতি।
এই খাতগুলোকে শক্তিশালী করতে অর্থ ব্যয়ের সক্ষমতা বাড়ানো প্রয়োজন। শুধু অর্থ বাড়ালেই হবে না, অর্থটা কিভাবে ব্যবহার করলে সুফল পাওয়া যাবে সেই কাজ করতে হবে। দেখা যাচ্ছে, অর্থ বরাদ্দ করা হচ্ছে কিন্তু সেটা ব্যবহার করা সম্ভব হচ্ছে না। এতে করে খাতগুলো আরো ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এমনিতেই আমরা এই খাতগুলোতে কম বরাদ্দ পাচ্ছি। কজেই এই খাতগুলোতে প্রকল্প প্রণয়নের ব্যবস্থা এবং খাতগুলোর মাধ্যমে অর্থ ব্যবহারের ক্ষমতা, সঠিক নীতি প্রণয়ন, সঠিক প্রকল্প প্রণয়নের পাশাপাশি দ্রুততার সঙ্গে এগুলোর মানোন্নয়ন করতে হবে, যাতে বরাদ্দকৃত অর্থটাকে সঠিকভাবে ব্যবহার সম্ভব হয়।
অর্থ ব্যয় করে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে মনোযোগ দিতে হবে। ব্যয় বাড়াতে হবে যাতে শিক্ষার মান ভালো হয়। কৃষি খাতে শুধু উৎপাদন বাড়ালে চলবে না।
সঠিক বিপণনব্যবস্থা রাখতে হবে। এর অভাবে হঠাৎ করেই কোনো পণ্যের দাম বাড়ছে, আবার কোনো পণ্যের দাম কমছে, যা আমাদের বিপণনব্যবস্থার দুর্বলতার কারণে ঘটছে। এই বিপণনব্যবস্থাকে ঠিক করতে হবে। শুধু বরাদ্দ দিলেই হবে না, এই খাতগুলোর দুর্বল দিকগুলো চিহ্নিত করে সেগুলোকে সবল করার ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিতে হবে, যাতে খাতগুলোর উন্নয়ন ঘটানো যায়। কারণ আমরা জানি, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি—এগুলো আমাদের অর্থনীতির মেরুদণ্ড।
সরকার বিশেষ উদ্যোগ নিতে পারে কি না
গতানুগতিক উন্নয়ন করলে হবে না। আমাদের স্বাস্থ্যসেবার মান এত খারাপ যে সাধারণ চিকিৎসার জন্যও এখন মানুষ দেশের বাইরে যাচ্ছে। স্বাস্থ্য শিক্ষায় আমরা বড় বড় ভবন করছি কিন্তু সেবার মানের উন্নয়ন করছি না। হাসপাতাল তৈরি হচ্ছে, কিন্তু কাঙ্ক্ষিত সেবা নেই। শিক্ষা খাতেও একই অবস্থা, শুধু ভবন নির্মাণ করছি। আমরা দৃষ্টিটা সব সময় অবকাঠামোতে দিচ্ছি। সেবার মানোন্নয়নের জন্য যে কাজ করা দরকার সেদিকে আমরা দৃষ্টি দিচ্ছি না। জনগণ যাতে মানসম্মত সেবা পায়, সেদিকে নজর দিতে হবে।
লেখক : সাবেক প্রধান অর্থনীতিবিদ, বাংলাদেশ ব্যাংক ও সাবেক মহাপরিচালক, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)