সুন্দরবন রক্ষা ও টেকসই বাঁধের জন্য সরকারের কাছে আহ্বান

WhatsApp-Image-2024-06-04-at-8.23.55-PM.jpeg

দেশের তথ্য ডেস্ক।।

 

নিজস্ব প্রতিবেদক।।কমরেড রুহিন হোসেন প্রিন্স বলেন,সরকারের সুন্দরবন রক্ষা ও টেকসই বাঁধের জন্য বীনিত অনুরোধ যানাচ্ছি। ওয়াপদার বাঁধ টেকসই বাঁধের ব্যবস্থার কার্যক্রম করার কথা জানান সুন্দরবন রক্ষা করতে হবে কারণ প্রাকৃতিক দুর্যোগ থেকে আমরা রক্ষা পাবো  তাই সরকারের প্রতি সুন্দরবন রক্ষার সকল ব্যবস্থা নেয়ার আহ্বান জানান।

মঙ্গলবার বিকালে ঘুর্ণিঝড় রেমাল এলাকা পরিদর্শন শেষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স পাইকগাছা প্রেসক্লাবে দুর্যোগ কবলিত উপকূলের জনপদ রক্ষায় দ্রুত পদক্ষেপ গ্রহণে সাংবাদিকদের সাথে মতবিনিময়া সভায় এ সব কথা বলেন। মতবিনিময় সভায় আইনজীবী ও উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড প্রশান্ত কুমার মন্ডলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, খুলনা জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক এস এ রশিদ, খুলনা জেলা সহ সাধারণ সম্পাদক কমরেড আব্দুল হান্নান, কয়রা উপজেলা সভাপতি হাবিবুর রহমান, পাইগাছা উপজেলা সাবেক সাধারণ সম্পাদক কমরেড অমলকৃষ্ণ মন্ডল, কমরেড আফজাল হোসেন, বৃষ্টি মন্ডল ও কৃষক নেতা জাকির হোসেন।

Share this post

PinIt
scroll to top