সাইবার হামলা করে সাড়ে তিন হাজার কোটি টাকার বিটকয়েন চুরি

184555_bangladesh_pratidin_BD-pratidin-6.jpg

দেশের তথ্য ডেস্ক।।

 

সম্প্রতি জাপানের ক্রিপ্টো এক্সচেঞ্জ প্রতিষ্ঠান ডিএমএম বিটকয়েনে বড় ধরনের সাইবার হামলা চালিয়ে বিপুলসংখ্যক বিটকয়েন (ভার্চ্যুয়াল মুদ্রা) চুরি করেছে হ্যাকাররা। 

প্রতিষ্ঠানটির দাবি, হ্যাকাররা সাড়ে চার হাজারের বেশি বিটকয়েন চুরি করেছে। যার মূল্য ৩০ কোটি ৮০ লাখ মার্কিন ডলার (৩ হাজার ৬০৩ কোটি টাকা)।

ডিএমএম বিটকয়েনে চালানো এই সাইবার হামলাকে ভার্চুয়াল মুদ্রার ইতিহাসে অষ্টম বৃহত্তম চুরি হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হলেও হ্যাকাররা চুরি করা বিটকয়েন ১০টি ভিন্ন ভিন্ন ওয়ালেটের মাধ্যমে সরিয়ে ফেলেছে।

 

ওয়েব নিরাপত্তা সংস্থা ডিফাই জানিয়েছেন, হ্যাকাররা গত বছর কয়েক ডজন সাইবার হামলা চালিয়ে প্রায় ২০০ কোটি মার্কিন ডলার সমমূল্যের বিভিন্ন ভার্চ্যুয়াল মুদ্রা চুরি করেছে। ২০২৪ সালে এ পর্যন্ত ৪৭ কোটি ৩০ লাখ ডলার সমমূল্যের ভার্চ্যুয়াল মুদ্রা চুরি করেছে তারা।

Share this post

PinIt
scroll to top