শেখ শামীমুল ইসলাম, দিঘলিয়া (খুলনা) প্রতিনিধিঃ “তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিহত করি, শিশুদের সুরক্ষা নিশ্চিত করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিঘলিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে “বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৪” উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য তামাক বিরোধী র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার সকাল সাড়ে ১০ টায় দিঘলিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল স্বাস্থ্য সেবা বিভাগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় ও র্যালির পরবর্তী আলোচনা সভা উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার খান মাসম বিল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি দেবাংশু বিশ্বাস, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ মঞ্জুরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ আরিফ হোসেন, সেনহাটি আলহাজ্ব সারোয়ার খান ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আলতাফ হোসেন, সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ফরহাদ হোসেন, উপজেলা তথ্য অফিসার সাঈদা খাতুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনুসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ