এইচ এম সাগর (হিরামন) খুলনা :
চারদিন অতিবাহিত হলেও সরকারি কোনো সাহায্য ও ত্রাণ এখনো পৌছায়নি বন্যা কবলিত খুলনার পাইকগাছার তেলিখালী ফুলবাড়ী এলাকায়। চরম মানবতার জীবন যাপন করছেন এলাকাবাসী। পানিতে প্লাবিত হয়ে ক্ষয়ক্ষতি হয়েছে কোটি কোটি টাকার সম্পদ। গৃহপালিত পশু,ফসলী জমি,বিভিন্ন গাছপালা। ক্ষতি হয়েছে শত শত বাড়িঘর। পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। পুকুর ও ঘেরের মাছ পচে দুর্গন্ধ ছড়াচ্ছে কোটা এলাকায়। ডায়রিয়া ও কলেরিয়ার আশঙ্কা। গরু ছাগল হাঁস মুরগি ও বিভিন্ন পশু মারা যাচ্ছে । পানিতে প্লাবিত পরিবার পরিজন সরকারি রাস্তার উপর ও বিভিন্ন আত্মীয়স্বজনের বাড়িতে অবস্থান করছেন ও আশ্রয় নিয়েছেন। বিশুদ্ধ পানীয় জল ও খাবারের সংকট দেখা দিয়েছে। বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও মন্ত্রী এমপিরা ঘটনাস্থল পরিদর্শন করলেও পর্যাপ্ত পরিমাণে এখনো কোনো খাবার পৌঁছায়নি ভাঙ্গন কবলিত মানুষের মাঝে। তিন দিন অতিবাহিত হলেও ভাঙ্গন কবলিত বেড়িবাঁধ রক্ষা করা সম্ভব হয়নি। স্থানীয়দের সহযোগিতায় চলছে বাঁধ নির্মাণের কাজ। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের ২২ নং পোল্ডার ওয়াবদা বেড়িবাঁধ ভেঙ্গে প্লাবিত হয় শতশত পরিবার। বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন,ভূমি মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ,খুলনা জেলা প্রশাসক, পুলিশ সুপার, পাইকগাছা নির্বাহী কর্মকর্তা সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বলেন ,অতিদ্রুত বাঁধ নির্মাণের ব্যবস্থা করা হবে এবং বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়া হবে।