দিঘলিয়ায় জাটকা সংরক্ষণে সচেতনতামূলক সভা ও বকনা বাছুর বিতরণ

.jpg

শেখ শামীমুল ইসলাম, দিঘলিয়া (খুলনা) প্রতিনিধিঃ দিঘলিয়া উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে জাটকা সংরক্ষণ বিষয়ক সচেতনতা মূলক সভা ও মৎস্য চাষীদের মাঝে চতুর্থ ধাপে বকনা বাছুর বিতরণ অনুষ্ঠান উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। আজ দুপুর ১২ টায় দিঘলিয়া উপজেলা নিবার্হী অফিসার খান মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য অফিসার দিঘলিয়া মোঃ মঞ্জুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত মৎস্য চাষীদের মাঝে বকনা বাছুর বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ মোঃ বাবুল আক্তার, দিঘলিয়া সদর ইউপি চেয়ারম্যান মোঃ হায়দার আলী মোড়ল, সেনহাটি ইউপি চেয়ারম্যান মোঃ গাজী জিয়াউর রহমান জিয়া, বারাকপুর ইউপি চেয়ারম্যান গাজী সাহাগীর হোসেন পাভেল, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা ফাহিমা নাসরিন , উপজেলা সমবায় কর্মকর্তা খন্দকার জহিরুল ইসলাম , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরিফ হোসেন, আনসার ও ভিডিপি কর্মকর্তা সামছুর নাহার , সহকারী মৎস্য কর্মকর্তা মহাসিন, দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সৈয়দ জাহিদুজ্জামান, মোঃ মেহেদী হাসান, মোঃ আনোয়ার হোসেন সহ বিভিন্ন দপ্তরের দাপ্তরিক প্রধানগণ ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ অনুষ্ঠানে সুবিধাভোগী পরিবারের সদস্যগণও উপস্থিত ছিলেন। উল্লেখ্য চলতি অর্থবছরে ইতিপূর্বে ৩ ধাপে মৎস্য চাষীদের মাঝে উপজেলা মৎস্য অফিস ৪৮টি বকনা বাছুর এবং বৃহস্পতিবার ১৬ টি বকনা বাছুরসহ মোট ৬৪টি‌ বকনা বাছুর বিতরণ করা হয়। এছাড়াও বিগত দুই অর্থ বছরে আরও ৩০ টি গরুর বকনা বাছুর বিতরণ করা হয়।

Share this post

PinIt
scroll to top