খাগড়াছড়ির দুই উপজেলায় ভোট চলছে, নারীদের উপস্থিতি বেশি

15-18.jpg

দেশের তথ্য ডেস্ক।।

খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলা তৃতীয় ধাপে উপজেলা নির্বাচন ও লক্ষীছড়ি স্থগিত হওয়া ২ কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। সকালে বৃষ্টির কারণে কয়েকটি কেন্দ্রে ভোটার উপস্থিতি কম ছিল। ভোট চলাকালে এখন পর্যন্ত উপজেলার কোথাও কোনো কেন্দ্রে অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

পাহাড়ের আঞ্চলিক সংগঠনের প্রার্থীরা নির্বাচনে অংশ নেওয়ার ক্ষুদ্র নৃগোষ্ঠীর অংশগ্রহণ বেশি দেখা যায়। সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পেরে খুশি ভোটাররা ।

মহালছড়ি উপজেলায় দুইজন চেয়ারম্যান, দুইজন পুরুষ ভাইস চেয়ারম্যান, দুইজন নারী ভাইস চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবার মহালছড়ি উপজেলায় ৩৬ হাজার ৬০২জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
অন্যদিকে লক্ষীছড়ি উপজেলায় প্রথম ধাপের নির্বাচনে স্থগিত হওয়া দুই ভোট কেন্দ্রেও ভোট গ্রহণ চলছে বলে খবর পাওয়া গেছে। কেন্দ্র দুটি হলো- দেওয়ানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও যতীন্দ্র কার্বারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

মহালছড়ির সিঙ্গিনালা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জীবন প্রদীপ চাকমা জানান, ভোটারদের অংশগ্রহণ ভালো। প্রথম ২ ঘণ্টা ৩২১ জন ভোটার ভোট দিয়েছে। এই কেন্দ্রে ভোটার সংখ্যা ২০১৪ জন।

Share this post

PinIt
scroll to top