এইচ,এমন, সাগর (হিরামন), খুলনা:
খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপসহকারী কৃষি অফিসার হিসেবে পুরস্কার পেলেন বটিয়াঘাটার উপসহকারী কৃষি অফিসার সরদার আব্দুল মান্নান। ক্লাইমেট -স্মার্ট প্রযুক্তির মাধ্যমে কঠোর পরিশ্রম, কৃষির প্রতি নির্মোহ ভালোবাসা ও কৃষকের সমস্যা নিরুপণ করে তাদেরকে চাহিদা ভিত্তিক প্রযুক্তি দিয়ে কৃষি বিভাগের কর্মকান্ডকে কার্যকরি করে তোলা এবং যেখানে এক সময় লবণ পানির ঢেউ খেলতো, মানুষ কর্মহীন থাকার কারণে দেশের বিভিন্ন প্রান্তে জীবিকা নির্বাহের জন্য ছুটে যেতেন সেই লবণাক্ত এলাকার কৃষিকে স্মার্ট প্রযুক্তির যথাপোযুক্ত ব্যবহারের মাধ্যমে বানিজ্যিক ও মডেল কৃষিতে রূপান্ত করায় খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপসহকারী কৃষি অফিসার হিসেবে পুরস্কার লাভ করেন বটিয়াঘাটার উপসহকারী কৃষি অফিসার সরদার আব্দুল মান্নান। ২২ মে বেলা ১০ ঘটিকায় পরিচালক, সরেজমিন উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি, ঢাকা কৃষিবিদ মোঃ তাজুল ইসলাম পাটোয়ারী সভাপতিত্বে ক্লাইমেট -স্মার্ট প্রকল্পের পরিকল্পনা প্রণয়ন ও মূল্যায়ন শীর্ষক আঞ্চলিক কর্মশালা অতিরিক্ত পরিচালকের কার্যালয়, খুলনা অঞ্চল, খুলনায় অনুষ্ঠিত হয়। এসময় সরদার আব্দুল মান্নানকে শ্রেষ্ঠ উপসহকারী কৃষি অফিসার হিসেবে পুরস্কৃত করেন মোঃ মাহবুবুল হক পাটওয়ারী অতিরিক্ত সচিব, পরিকল্পনা অনুবিভাগ, কৃষি মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজয় চৌধুরী, উপসচিব, পরিকল্পনা অনুবিভাগ, কৃষি মন্ত্রণালয়, মোহাম্মদ এনামুল হক, যুগ্ম সচিব, পরিকল্পনা অনুবিভাগ, কৃষি মন্ত্রণালয়। প্রকল্পের কী-নোট উপস্থাপন করেন প্রকল্প পরিচালক শেখ ফজলুল হক মনি। সমাপনী ও ধন্যবাদ জ্ঞাপন করেন কৃষিবিদ মোহন কুমার ঘোষ, অতিরিক্ত পরিচালক, খুলনা অঞ্চল, খুলনা। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মনিটারিং অফিসার কৃষিবিদ ধীমান মজুমদার। উক্ত কর্মশালায় জেলা ও উপজেলার ডিএই এর সকল কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।