পররাষ্ট্র-সচিবের সঙ্গে গুয়াতেমালার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

momen-20240528171841.jpg

দেশের তথ্য ডেস্ক।।

 

বাংলাদেশে নিযুক্ত গুয়াতেমালার অনাবাসিক রাষ্ট্রদূত ওমর কাস্তানেদা সোলারেস পররাষ্ট্র-সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

সোমবার (২৭ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র-সচিবের দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সাক্ষাতে তারা দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার জন্য পারস্পরিক প্রতিশ্রুতির ওপর জোর দেন। তার রাজনৈতিক ও বাণিজ্যের পাশাপাশি সাংস্কৃতিক বিনিময়ে সহযোগিতা বৃদ্ধিতে নিজ নিজ দেশের আগ্রহের কথা তুলে ধরেন।

উভয় পক্ষ টেক্সটাইল এবং কৃষিসহ সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করেন। পররাষ্ট্র-সচিব-রাষ্ট্রদূত দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আরও গভীর করা এবং অংশীদারিত্বের নতুন উপায় অন্বেষণে প্রতিশ্রুতি পুনঃনিশ্চিত করার মাধ্যমে বৈঠকটি শেষ করে।

এর আগে আজ মঙ্গলবার বাংলাদেশে নিযুক্ত গুয়াতেমালার অনাবাসিক রাষ্ট্রদূত ওমর কাস্তানেদা সোলারেস বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেন।

Share this post

PinIt
scroll to top