ঘরের ইটের নিচে চাপা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু , নরসিংদীতে

25-6.jpg

দেশের তথ্য ডেস্ক।।

ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবের পর দমকা হাওয়া ও বৃষ্টিতে নরসিংদীর ঘরের ইটের নিচে চাপা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ মে) রাতে চরাঞ্চলের ছগরিয়াপাড়ায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

স্থানীয় ইউপি সদস্য সাইফুল হক স্বপন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন— উপজেলার ছগরিয়াপাড়া এলাকার মৃত আক্কেল আলীর ছেলে কালু মিয়া (৭৫) ও তার স্ত্রী সবমেহের বেগম (৬০)।

নিহতের ছেলে ইব্রাহিম মিয়া জানান, ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবের পর দমকা হাওয়া ও টানা বৃষ্টিপাতের কারণে টিনের বসতঘরের পাশে বিশাল স্তুপ করে রাখা ইট ধসে পড়ে। এ সময় টিনের বেড়া এবং চালা ভেঙে বাবা ও মায়ের ওপর পড়ে। পরে আশপাশের লোকজন ইট সরিয়ে তাদের মরদেহ উদ্ধার করে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান সাইফুল হক স্বপন জানান, ঘরের পাশেই এক ব্যবসায়ীর ইটের স্তূপ ভেঙে তাদের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে।

Share this post

PinIt
scroll to top