১৫ শতাংশ বাড়িতে এডিস মশার লার্ভা – রাজধানীতে

16-15.jpg

দেশের তথ্য ডেস্ক।।

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার ১৪ দশমিক ৩০ শতাংশ বাড়িতে ডেঙ্গু রোগের বাহক এডিস মশার লার্ভা পাওয়া গেছে। দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় এমন লার্ভা পাওয়া গেছে প্রায় ১৪ দশমিক ৯৮ শতাংশ বাড়িতে। অর্থাৎ রাজধানীর ১৫ শতাংশ বাড়িতে এডিস মশার লার্ভা আছে।

ঢাকার দুই সিটি করপোরেশন ও স্বাস্থ্য অধিদপ্তরের এক জরিপে এ তথ্য উঠে এসেছে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক দাউদ আদনান এই জরিপ উপস্থাপন করেন।

জরিপে দেখা গেছে, ঢাকার দুই সিটিতে এডিসের লার্ভা পাওয়া যাচ্ছে পানি জমে থাকা ঘর বা ভবনের মেঝে, প্লাস্টিকের ড্রাম বা প্লাস্টিকের নানা ধরনের পরিত্যক্ত পাত্রে। এর মধ্যে ডিএসসিসির ১৬ দশমিক ৩৯ শতাংশ এবং ডিএনডিসি এলাকার ১৪ দশমিক ৩০ শতাংশ পরিত্যক্ত পাত্রে মশার লার্ভা পাওয়া গেছে। ১৭ থেকে ২৬ এপ্রিল উভয় সিটিতে এ জরিপ হয়। উভয় সিটি করপোরেশনের ৩ হাজার ১৫২টি বাড়ি পরিদর্শন করেন জরিপকারীরা। দুই সিটির ১৮টি ওয়ার্ডে ডেঙ্গুর উচ্চঝুঁকি রয়েছে। এছাড়া দুই সিটির ৪২ দশমিক ৩৩ শতাংশ বহুতল ভবনে ডেঙ্গু মশা রয়েছে।

Share this post

PinIt
scroll to top