দেশের তথ্য ডেস্ক।।
বাংলাদেশ হাইপারফরম্যান্স ইউনিটের কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন হেনরিখ মালান। এমনকি এইচপির প্রধান কোচের সম্ভাব্য তালিকায় মালান এগিয়ে আছেন জানিয়ে একাধিক সংবাদ প্রকাশ হয়। তবে এখনই আয়ারল্যান্ড ছাড়ছেন না তিনি। বিশ্বকাপের আগে আইরিশ ক্রিকেট বোর্ডের সঙ্গে নতুন করে দুই বছরের চুক্তি করেছেন।
২০২২ সালের জানুয়ারিতে তিন বছরের চুক্তিতে আয়ারল্যান্ড জাতীয় দলের দায়িত্ব নেন মালান। তবে শোনা যাচ্ছিল চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই দায়িত্ব ছাড়বেন তিনি। তবে দক্ষিণ আফ্রিকান এই কোচের সঙ্গে নতুন করে চুক্তি বাড়িয়ে নিয়েছে আয়ারল্যান্ড।
মালানের কোচিং আমলে গত ফেব্রুয়ারিতে প্রথম টেস্ট জয়ের স্বাদ পায় আইরিশরা।
কিছুদিন আগে পাকিস্তানকেও টি-টোয়েন্টিতে হারিয়েছে পল স্টার্লিংরা। মূলত সেই ম্যাচের পরই চুক্তির মেয়াদ নিয়ে আলোচনা করে দুই পক্ষ।