বার্তা প্রেরক,
সুমন আহমেদ
‘‘চলো সবাই, শৈশবে ফিরে যাই’’ – প্রতিপাদ্যকে সামনে রেখে সেন্ট জনস্ প্রাথমিক বিদ্যালয়ের ১ম পুনর্মিলনী-২০২৪ উদযাপন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২৪ মে) বিকাল সাড়ে ৪টায় নগরীর সোনাডাঙ্গা মেইন রোডস্থ স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি হয়।
সভায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ফাদার জেমস্ মন্ডল ও প্রধান শিক্ষিকা সিস্টার তেরেজা মার্ডিকে সেন্ট জনস্ প্রাথমিক বিদ্যালয়ের ১ম পুনর্মিলনী-২০২৪ উদযাপন কমিটির উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়।
এছাড়া কমিটির অন্যরা হলেন, আহবায়ক দৈনিক খুলনা টাইমস সম্পাদক সুমন আহমেদ, সদস্য সচিব ইম্মানুয়েল উদয় হালদার, সদস্য যথাক্রমে শেখ সালাউদ্দিন, অন্তু গাইন, প্রশান্ত মন্ডল, প্রশান্ত বালা, মো: শরিফুল ইসলাম, মো: সিরাজুল ইসলাম, স¤্রাট কুমার পাল, রিয়াজ-উল-ইসলাম, কাজী মেজবাহ সিদ্দিকী, জন অসীম হাওলাদার, আলফ্রেড মিলন বিশ^াস, জয় সরকার। সভায় পুনর্মিলনী সফলে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়।