শাহরিয়ার কবির, নিজস্ব প্রতিবেদক ।। খুলনার পাইকগাছার লতা ইউনিয়নের পুটিমারী আবাসনের ঘরে বিদ্যুৎ শট সার্কিট থেকে আগুন লেগে ১০ টি ঘর ৫ টি পরিবারের স্বপ্ন শেষ হয়েছে। আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আসার আগেই দাউ দাউ করে জ্বলে উঠে পুরো এলাকা। লতা ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বলেন, বুধবার রাত ৮ দিকে উপজেলার লতা ইউপির পুটিমারী গ্রামের আবাসন প্রকল্পের ঘরে বিদ্যুতের শট সার্কিট থেকে আগুন লেগে ধরে যায়।
এসময় ছিন্নমূল মানুষের কান্নায় পাশ্ববর্তী এলাকাবাসী প্রাণপণ চেষ্টা করেও ব্যর্থ হয়। শেষ পর্যন্ত আগুনে পুড়ে ছাই হয়ে যায় ছিন্নমূল মানুষের স্বপ্ন। আগুন নেভানোর জন্য পাশ্ববর্তী ডুমুরিয়া উপজেলা থেকে সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ৮০ শতাংশ ঘর দাউ দাউ করে জ্বলে ঘরের আসবাবপত্র ও চাল। আবাসন প্রকল্পের ১০ টি ঘরের মধ্যে সব গুলো পুড়ে ভস্মীভূত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন পাইকগাছা কয়রার সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, কপিলমুনি ইউপি চেয়ারম্যান মোঃ কাওছার আলী জোয়াদ্দার। রাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খবর নিতে ছুটে যান উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী আনন্দ মোহন বিশ্বাস ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট শেখ আবুল কালাম আজাদ।