পাইকগাছায় শিবসা নদী থেকে বিপুল পরিমাণ নেট জাল ও পোনা জব্দ।

441891264_2061333070919262_2495837295851699852_n.jpg

শাহরিয়ার কবির, নিজস্ব প্রতিবেদক ।। সামুদ্রিক জলসীমায় মৎস্য আহরণ নিষেধাজ্ঞা কার্যকর করতে শিবসা নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নেট জাল ও পোনা জব্দ করা হয়েছে। উপজেলা মৎস্য দপ্তর থেকে বুধবার দুপুরে পাইকগাছার সোলাদানা সংলগ্ন শিবসা নদীতে অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক। এসময় নদী থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ নেট জাল ও বিভিন্ন প্রজাতির পোনা জব্দ করা হয়। পরে জব্দকৃত পোনা নদীতে অবমুক্ত এবং নেট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এসময় উপস্থিত ছিলেন মেরিন ফিশারিজ কর্মকর্তা কাওছার আহমেদ আকন ও ক্ষেত্রসহকারী রণধীর সরকার। উল্লেখ্য ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন বঙ্গোপসাগর এবং সামুদ্রিক জলসীমায় সব ধরনের মাছ আহরণ বন্ধ করেছে সরকার।

Share this post

PinIt
scroll to top