দেশের তথ্য ডেস্ক।।
কেএমপি’র পুলিশ কমিশনার মহোদয় কর্তৃক ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ এর ভোটকেন্দ্র পরিদর্শন
২১ মে ২০২৪ খ্রিঃ, ০৭ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ মঙ্গলবার সকাল ১১.৪৫ ঘটিকায় কেএমপি’র পুলিশ কমিশনার জনাব মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম মহোদয় ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ এর ভোট কেন্দ্রের আইন-শৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করেন।
ভোটকেন্দ্র পরিদর্শনকালে কমিশনার মহোদয় খুলনার জনগণকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে নির্বাচন ডিউটিতে নিয়োজিত অফিসার-ফোর্সদের দায়িত্ব-কর্তব্য ও করণীয়-বর্জনীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন। ভোটকেন্দ্রে নিয়োজিত অফিসার ও ফোর্সগণের সর্বোচ্চ সতর্কতার সাথে দায়িত্ব পালন করতে এবং সকল নির্বাচনী আচরণবিধি মেনে চলার নির্দেশনা প্রদান করেন।
এ সময় কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল) জনাব মোছাঃ তাসলিমা খাতুন; ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত জনাব মোল্লা জাহাঙ্গীর হোসেন; অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) জনাব সোনালী সেন, পিপিএম-সেবা; সহকারী পুলিশ কমিশনার (দৌলতপুর জোন) জনাব মোঃ আবুল বাশার; আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ জনাব কাজী কামাল হোসেন এবং খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ হাফিজুর রহমান-সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।