প্রার্থীর পক্ষে ভোট চেয়ে দায়িত্ব হারালেন সহকারী প্রিসাইডিং অফিসার

school-20240521163358.jpg

দেশের তথ্য ডেস্ক।।

 

পঞ্চগড়ের দেবীগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীর পক্ষে ভোট চাওয়ার অভিযোগে ধীরেন্দ্র নাথ রায় নামের এক সহকারী প্রিজাইডিং অফিসারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২১ মে) জেলার দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়নের কালিগঞ্জ সুকাতু প্রধান উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

জানা যায়, ধীরেন্দ্র নাথ রায় উপজেলার মল্লিকাদহ উত্তর বালাপাড়া কুমারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

বিষয়টি নিশ্চিত করেছেন ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসারের দায়িত্বে থাকা রফিকুল ইসলাম। তিনি বলেন, সামান্য ভুল বোঝাবুঝি ও অভিযোগ আসার কারণে তাকে অব্যাহতি দিয়েছি।

প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হলে ওই সহকারী প্রিসাইডিং অফিসার বেলা ১১টার দিকে হেলিকপ্টার প্রতীকের প্রার্থী মদন মোহন রায়ের পক্ষে ভোট দিতে আসা এক ভোটারের নিকট ভোট চান। তা জানার পর কেন্দ্রের প্রিসাইডিং অফিসারের নিকট অভিযোগ জানানো হলে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শরীফুল আলম ঢাকা পোস্টকে বলেন, প্রার্থীর পক্ষে ভোট চাওয়া নিয়ে পোলিং অফিসাররা অভিযোগ জানালে আমরা ওই কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে নিয়েছি।

 

 

Share this post

PinIt
scroll to top