চিতলমারীতে – ইউনিয়ন আ’লীগ সভাপতিকে কারাদণ্ড আচরণবিধি লঙ্ঘনে

8-14.jpg

দেশের তথ্য ডেস্ক।।

বাগেরহাটের চিতলমারীতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অপরাধে চরবানিয়ারি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রফুল্ল কুমার মন্ডলকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ আছাদুল ইসলাম।

মঙ্গলবার (২১ মে) দুপুরে উপজেলা নির্বাচন বিধিমালা-২০১৩ এর ৩ (০২) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে এই সাজা দেওয়া হয়। আদেশ দেওয়ার পরেই ওই আওয়ামী লীগ নেতাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

দন্ডাদেশ প্রাপ্ত প্রফুল্ল কুমার মন্ডল চরবানিয়ারি এলাকার মৃত আদিত্য মন্ডলের ছেলে।

চিতলমারী উপজেলা পরিষদের মোটরসাইকেল প্রতিকের চেয়ারম্যান প্রার্থী অশোক কুমার বরালের পক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আলমগীর সিদ্দিকির এজেন্টকে গালিগালাজ করা ও প্রার্থীর বিষয়ে বাজে কথা বলায় এই সাজা দেওয়া হয়।

উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক অরবিন্দু বিশ্বাস বলেন, নির্বাচন সুষ্ঠু হচ্ছে। কোথাও কোন সমস্যা পেলে ব্যবস্থা নেওয়া হচ্ছে। চিতলমারীতে আচরণবিধি লঙ্ঘনের অপরাধে প্রফুল্ল কুমার মন্ডল নামের এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও কোথাও কোন সমস্যা পেলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Share this post

PinIt
scroll to top