যশোরের তিন উপজেলায় চলছে ইভিএমে ভোটগ্রহণ, কেন্দ্রে ভোটার কম

3-14.jpg

দেশের তথ্য ডেস্ক।।

যশোরের শার্শা, ঝিকরগাছা ও চৌগাছা উপজেলা পরিষদের ভোটগ্রহণ মঙ্গলবার (২১ মে) অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ইভিএম-এ ভোটগ্রহণ চলছে। যদিও সকালে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম দেখা গেছে।

তিনটি উপজেলার মোট ২৯৩টি কেন্দ্রের ২১৭৩টি কক্ষে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। উপজেলা তিনটিতে মোট ভোটার রয়েছে ৭ লাখ ৬১ হাজার ৭১১ জন।

নির্বাচন অফিস সূত্র জানিয়েছে, যশোরের শার্শা, ঝিকরগাছা ও চৌগাছা উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের পদে ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যদিও চৌগাছায় উপজেলায় প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় ভাইস চেয়ারম্যান পদে শামীম রেজা বিজয়ী হয়েছেন।

এদিন ভোটাররা তাদের সমর্থন প্রদানের মাধ্যমেই পছন্দের প্রার্থীকে আগামীদিনের জনপ্রতিনিধি নির্বাচিত করবেন। তিনটি উপজেলায় নির্বাচন শান্তিপূর্ণভাবে চলছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম শাহীন।

Share this post

PinIt
scroll to top