কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ০১ কেজি ৭৫৫ গ্রাম গাঁজা এবং ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১১ (এগারো) জন মাদক কারবারি গ্রেফতার

22-6.jpg

দেশের তথ্য ডেস্ক।।

গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক কারবারি ১) মোঃ শাওন তালুকদার(২৫), পিতা-মোঃ ফারুক তালুকদার, সাং-চানমারি, থানা-খুলনা; ২) মোঃ জসিম শেখ(২৫), পিতা-মোঃ সোরহাব শেখ, সাং-চানমারি এপ্রোচ রোড, থানা-খুলনা; ৩) মোঃ হৃদয় হোসেন(২২), পিতা-মোঃ মাসুম সরদার, সাং-মতিয়াখালি, থানা-লবণচরা; ৪) মোঃ ফারুক শেখ, সাং-৪নং ফুডঘাট, থানা-খুলনা; ৫) মোঃ রাজিব হোসেন(২৫), পিতা-মোঃ জলিল, সাং-আলীর ক্লাব, থানা-সোনাডাঙ্গা মডেল; ৬) মোঃ সাকিব হাওলাদার(১৯), পিতা-মোঃ আব্দুল হাসান হাওলাদার, সাং-বানরগাতী, থানা-সোনাডাঙ্গা মডেল; ৭) মোঃ আব্দুল হাই(৪৮), পিতা-মোঃ কুদ্দুস হাওলাদার, সাং-আরাফাত আবাসিক প্রকল্প, থানা-হরিণটানা; ৮) মোঃ আনোয়ার হোসেন(২৯), পিতা-মোঃ মোবারক হোসেন, সাং-মহিশ বাতান, থানা-মহাদেবপুর, জেলা-নওগাঁ; ৯) মোঃ ইউসুফ শেখ(৩৮), পিতা-মোঃ সাহেব আলী শেখ, সাং-রায়েরমহল মধ্যপাড়া, থানা-আড়ংঘাটা; ১০) রজিনা বেগম(৪২), স্বামী-মোঃ আলম শেখ@কালু, সাং-রাজবাঁধ, থানা-হরিণটানা এবং ১১) মোঃ বিল্লাল শেখ@কুকড়া বিল্লাল(৩৮), পিতা-মোঃ আনোয়ার শেখ, সাং-উত্তর কাশিপুর, থানা-খালিশপুর, খুলনা মহানগরীদের’কে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক কারবারিদের নিকট হতে ০১ কেজি ৭৫৫ গ্রাম গাঁজা এবং ৫০ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০৮ টি মাদক মামলা রুজু করা হয়েছে।

Share this post

PinIt
scroll to top