রামপুরায় অবরোধ ছাড়লেন রিকশাচালকরা, যান চলাচল স্বাভাবিক

17-11.jpg

দেশের তথ্য ডেস্ক।।

অটোরিকশা চালানোর দাবিতে সোমবার সকালে অটোরিকশা চালকরা রাজধানীর রামপুরায় সড়ক অবরোধ করেন। এতে এই পথে যানজট দেখা দেয়। ৪৫ মিনিট পর চালকরা সড়ক ছেড়ে দিয়ে স্বাভাবিক হয় যান চলাচল।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান গণমাধ্যমে জানান, সকালে চালকরা অটোরিকশা চালানোর দাবিতে রাস্তায় নামেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সকাল সাড়ে ১০টার দিকে চালকরা রাস্তা ছেড়ে দেন।

খোঁজ নিয়ে জানা গেছে, অটোরিকশা চালানোর দাবিতে রামপুরা বেটার লাইফ হাসপাতালের সামনে সড়ক অবরোধ করেন তারা। এতে দুই পাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তীব্র যানজটের সৃষ্টি হয়।
এর আগে রাজধানীর মিরপুর-১০ ও কালশীতে দিনভর অটোরিকশা চালানোর দাবিতে সড়ক অবরোধ ও অগ্নিসংযোগ করেন চালকরা।

Share this post

PinIt
scroll to top