সহকারী পুলিশ কমিশনার বদলীজনিত বিদায় সংবর্ধনা।

442468622_762035339437437_100326023253243174_n.jpg
দেশের তথ্য ডেস্ক।।
কেএমপি’র সহকারী পুলিশ কমিশনার (পিওএম) এর বদলীজনিত বিদায় সংবর্ধনা ১৯ মে ২০২৪ খ্রিঃ, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ রবিবার বিকাল ০৫.৩০ ঘটিকায় খুলনা মেট্রোপলিটন পুলিশের আয়োজনে সদর দপ্তরস্থ সম্মেলন কক্ষে পুলিশ কমিশনার জনাব মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম মহোদয়ের সভাপতিত্বে সহকারী পুলিশ কমিশনার (পিওএম) হিসেবে কর্মরত জনাব রতন কৃষ্ণ রায় চৌধুরী অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে পুলিশ কমিশনার মহোদয় কেএমপি’র পক্ষ থেকে বিদায়ী অতিথিকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট এবং স্মৃতি স্মারক প্রদান করেন। আজকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে পুলিশ কমিশনার মহোদয় উপস্থিত সকলকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, “আমারা যারা সরকারি চাকুরী করি, তাদের বিভিন্ন অঞ্চলে জন্ম এবং বেড়ে ওঠা। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা অধ্যয়ন করি। অবশেষে প্রতিযোগিতা মূলক পরীক্ষার মাধ্যমে আমরা চাকুরীলাভ করি তারপর আমাদের মূল উদ্দেশ্য থাকে সংশিষ্ট পদায়নকৃত জায়গায় গিয়ে জনসেবা নিশ্চিত করা। এটারও একটা ব্যাপ্তি আছে সময় আছে সেই সময় শেষে আমারা আবার অন্য জায়গায় বদলী হয়ে যাই। সরকারি চাকুরির বিধি অনুযায়ী বদলি জনিত কারণে কর্মস্থল পরিবর্তনের সাথে সাথে বন্ধুত্বেরও পরিবর্তন হয়। কিন্তু মানুষ কর্মকালীন সময়ের বিনয় ও সদাচরণ সারাজীবন মনে রাখে।’’ উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ কমিশনার মহোদয় ও উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ কেএমপি’তে অবস্থানকালীন বিদায়ী অতিথির কর্মময় জীবনের স্মৃতিচারণ ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন।May be an image of 6 people, dais and text that says 'সভা কক্ষ পুলিশ ক নার এর কার্যালয় খুলনা কে ক এম'
এ সময় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) জনাব সরদার রকিবুল ইসলাম, বিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল, অতিঃ দায়িত্বে-ক্রাইম এন্ড অপারেশন্স) জনাব মোছাঃ তাসলিমা খাতুন; ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) জনাব মোল্লা জাহাঙ্গীর হোসেন (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত); বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত জনাব রাশিদা বেগম, পিপিএম-সেবা; ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত জনাব বি.এম নুরুজ্জামান, বিপিএম; ডেপুটি পুলিশ কমিশনার (লজিস্টিকস অ্যান্ড সাপ্লাই) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত জনাব এম এম শাকিলুজ্জামান; ডেপুটি পুলিশ কমিশনার (প্রসিকিউশন) জনাব রিয়াজ উদ্দিন আহম্মেদ, পিপিএম; ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোহাম্মদ তাজুল ইসলাম; ডেপুটি পুলিশ কমিশনার (ইএন্ডডি) জনাব মোঃ কামরুল ইসলাম; ডেপুটি পুলিশ কমিশনার (এফএন্ডবি) জনাব শেখ মনিরুজ্জামান মিঠু; ডেপুটি পুলিশ কমিশনার (এফএন্ডবি) জনাব শেখ মনিরুজ্জামান মিঠু; ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মনিরা সুলতানা এবং ডেপুটি পুলিশ কমিশনার (পিওএম) জনাব শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী-সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Share this post

PinIt
scroll to top